বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি অবৈধ দল হয়, তাহলে আওয়ামী লীগও অবৈধ।তিনি বলেন, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে কোন দিক নির্দেশনা নেই। এজন্য জাতি হতাশ।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে গোটা জাতি হতাশ হয়েছে। জাতি চেয়েছিল তার বক্তব্যের মধ্যে দিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন দিক নির্দেশনা ছিল না। এটি একটি রুটিন ভাষণ বলে তিনি মন্তব্য করেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, একদলীয় বাকশাল কায়েমের পর আওয়ামী লীগ নামে কোন দল ছিল না। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হলে আওয়ামী লীগও বিএনপি একসঙ্গে নিবন্ধিত হয়। সুতরাং বিএনি অবৈধ দল হলে আওয়ামীলীগও অবৈধ দল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব শাজাহান খান উপস্থিত ছিলেন।
Share!