Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া অনুমোদন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ হজ প্যাকেজ অনুমোদন করা করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এবছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার। বেসরকারিভাবে যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।
এবার হজযাত্রীদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। সরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনায় দুটি প্যাকেজেই ৬ থেকে প্রায় ৮ হাজার টাকা বেড়েছে। সরকারি পর্যায়ে তা নির্ধারণ করা হলেও বেসরকারি পর্যায়ে এখনো চূড়ান্ত করা হয়নি।
সরকারি-বেসরকারি হজযাত্রীদের জন্য এবারের অভিন্ন খরচসহ প্যাকেজ -১ ও প্যাকেজ ২ নির্ধারণ করা হয়েছে।
সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্যাকেজ-১ ও প্যাকেজ-২ সহ অভিন্ন খরচ মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
প্যাকেজে ১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮টাকা। গতবছর তা ছিল ৩ লাখ ৫৪হাজার ৭৫৪ টাকা। এবার এই প্যাকেজে বেড়েছে ৫ হাজার ২৭৪টাকা।
এবার হজযাত্রীদের জন্য প্যাকেজ -২ এর খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা। যা গতবার ছিল ২লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। এবার এই প্যাকেজে বেড়েছে ৭ হাজার ৭৪০টাকা।
অভিন্ন খরচের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা ধরা হয়েছে। যা গতবার ছিল ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা। ফলে এবার এই খাতে হজযাত্রীদের খরচ বেড়েছে ৭ হাজার ১১০ টাকা। সচিব অরো বলেন, ডলারের মূল্যমান ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এবার হজের খরচ বেড়েছে।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top