বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া প্রতিশ্রুতি পূরণ এবং অন্যান্য অসংগতি দূর করার দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইসঙ্গে ঢাবি বটতলায় অবস্থান কর্মসূচিও পালন করছেন শিক্ষকরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে সব ধরনের ক্লাস নেয়া বন্ধ থাকবে। তবে যেসব বিভাগে পরীক্ষা রয়েছে, তা চলবে বলে জানান তিনি।
এরআগে গত ১৪ মে থেকে অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্র্নিধারণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা। এ দাবিতে বিভিন্ন সভা-সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।