প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, এখন থেকে সৌদি আরবে একজন নারীকর্মী গেলে তার সঙ্গে একজন পুরুষকর্মীও যাবেন । আর ওই পুরুষকর্মী হবেন নারীকর্মীর নিকটাত্মীয়।
বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নারীকর্মীদের নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে নারীদের যেকোনো আপদ-বিপদে পুরুষরা পাশে দাঁড়াতে পারবেন। একজন নিকটাত্মীয় বা কোনো পরিচিত পুরুষ আশেপাশে থাকলে নারীরা সেখানে নিরাপদ বোধ করবেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে সে দেশের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের কাছ থেকে ২ লাখ নারীকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন। পাঁচ লাখ পাঠালেও তারা আপত্তি করবে না। সমসংখ্যক পুরুষকর্মী পাঠাতেও আপত্তি নেই।
নুরুল ইসলাম বিএসসি বলেন, আমরা ইতিমধ্যে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করেছি। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে চুক্তি স্বাক্ষর করলেই বিষয়টি চূড়ান্ত হবে। খুব শিগগিরই এ চুক্তি হবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী এবং বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Share!