Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ইরানে সৌদি দূতাবাসে হামলা, অগ্নিসংযোগ

সৌদি আরবে দেশটির শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে আজ রোববার ভোরে ইরানের তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়েছে।
ওই শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে তেহরানে বিক্ষোভের সময় এক পর্যায়ে সৌদি আরবের দূতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। একদল লোক দূতাবাস ভবন লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লে ভবনটির আসবাবপত্রে আগুন ধরে যায়।
নিমরসহ শনিবার ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এদের মধ্যে একজন চাদ ও একজন মিসরের নাগরিক। বাকিরা সৌদি নাগরিক। খবর সিএনএনের।
তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, সন্ত্রাসী তৎপরতা ও রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কিন্তু সৌদির ওই দাবি প্রত্যাক্ষান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেছেন, সৌদি সরকার বরাবরই সন্ত্রাসবাদী আন্দোলন এবং উগ্রপন্থীদের মদদ দিয়ে আসছে। তাদের স্বেচ্ছাচারিতার সমালোচকদের নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দামিয়ে রাখছে।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় রাষ্ট্রীয় পর্যায় থেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরান বলেছে, এর জন্য সৌদি আরবকে অচিরেই চড়া মূল্য দিতে হবে।

নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর অঞ্চলজুড়ে শিয়াদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। সৌদি আরব, ইরান, বাহরাইনসহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।
২০১১ সালে ‘আরব বসন্ত’ শুরু হলে সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় এলাকায় শিয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ শুরু করে।
তেহরানে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাসের আসবাব ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ।

সৌদি দূতাবাসে হামলার ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকতে বলেছে। একই সঙ্গে কূটনৈতিক স্থাপনার প্রতি শ্রদ্ধা দেখাতেও বলেছে।

তেহরানে দূতাবাসে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব।

এদিকে, নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, ওই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি এক বিবৃতিতে সৌদি সরকারকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং তা সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। এ ছাড়া বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

ভিন্ন মতাবলম্বীদের শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশের অনুমতি দিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা কমাতে আঞ্চলিক নেতাদের তৎপরতা দ্বিগুণ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে ওয়াশিংটন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top