Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিদেশী অর্থায়নে হত্যাকাণ্ড হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বিদেশীদের অর্থায়নে হত্যাকাণ্ড হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিদেশীদের পরামর্শ ও তাদের অর্থায়নে আমাদের দেশে হত্যাকাণ্ড হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানানোর ষড়যন্ত্র হচ্ছে। যেকোনো হত্যাকান্ডের পর আইএসের কথা বলা হয়। তবে আমরা এদেশে আইএসের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি।এসময় আলেম-ওলামাদের নামে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।  তিনি বলেন, দাড়ি-টুপি মানেই জঙ্গি নয়। আওয়ামী লীগ সরকার তা বিশ্বাস করে না।  আমরা এখন যে জঙ্গিদের ধরছি, তার বেশির ভাগই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার নয়।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top