চীনের শেনঝেনে ৩৩টি ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ৯১জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের আগে প্রায় ৯০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিখোঁজদের খোঁজে কাজ করছেন কয়েকশো উদ্ধারকর্মী।
এখন পর্যন্ত এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি। দেশটির অন্যতম শিল্পকেন্দ্র এই শহরটির প্রায় ৬০ বর্গকিলোমিটার এলাকা, ছয় মিটার কাদার নিচে চাপা পড়েছে। নিকটবর্তী একটি পেট্রোল পাম্পেও বিস্ফোরণ হয়েছে। নির্মাণ কাজের বর্জ্যের স্তূপ ধসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Share!