আইন মন্ত্রণালয়ের ভেটিং হয়ে যাওয়ার পরও কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন গভর্নর ড. আতিউর রহমান।সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটে আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০১৫ এর দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে এ অনস্তোষ প্রকাশ করেন করেন গভর্নর।তবে বিসিএস ক্যাডার ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ব্যবধান কমানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ বিবেচনা করবে বলে আশ্বস দেন তিনি। এসময় গভর্নর বলেন, বাংলাদেশের অর্থনীতির হৃদপিন্ড হচ্ছে ব্যাংকিংখাত। আর তার পরিচালনার দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। নব নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বতন্ত্র বেতন কাঠামো না হওয়ায় গভর্নরের অসন্তোষ
Share!