সাফ চ্যাম্পিয়নশিপের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। দু দলের সামনে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের প্রস্তুতি।
তবে সাম্প্রতিক নানা বিতর্কে ভঙ্গুর নেপাল দল। আর বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম চান প্র্যাকটিসের শিক্ষা মূল ম্যাচে প্রয়োগ করে দেখাতে। আজ বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেই হেড কোচ মারুফুল হক বা অধিনায়ক মামুনুল ইসলাম।
জাতীয় দলের ক্যাম্প চলছে সাভারের বিকেএসপিতে। তাই সময় নষ্ট না করে অনুশীলনে গুরুত্ব দিলো টিম ম্যানেজমেন্টে। সংবাদ সম্মেলনে হাজির হলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও ম্যানেজার আমিরুল ইসলাম। টেলিফোনে যোগ দিলেন মারুফুল হক। নেপাল ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচের দায়িত্ব শুরু হচ্ছে মারুফুলের। তবে অভিষেক নিয়ে আপ্লুত না হয়ে আপাতত সাফ প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
নতুন কোচকে প্রথম ম্যাচে সন্তুষ্ট করার চ্যালেঞ্জে জিততে চান অধিনায়ক। অসুস্থতা কাটিয়ে জামাল ভূইয়া ফিরেছেন ক্যাম্পে, তবে নেই নেপাল ম্যাচে। এমিলি, কেষ্ট ও কোমল ছিটকে গেছেন ইনজুরিতে। আর গোলরক্ষক হিমেল বাদ পড়েছেন প্রস্তুতি ম্যাচ থেকে।
অন্যদিকে ম্যাচ পাতানোর অভিযোগে ৬ ফুটবলার নিষিদ্ধ হওয়ায় তরুনদের নিয়ে গড়া নেপাল দল। অভিষেকের অপেক্ষায় ১২ ফুটবলার। নতুন বেলজিয়ান কোচ প্যাট্রিক অসেমস এর অধীনে দলটির পুঁজি দু মাসের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচ। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশন শুরুর আগে দু দলের লক্ষ্য প্রস্তুতি আর নিজেদের যাচাই করে নেয়া।