Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

কক্সবাজারের হিমছড়ি থেকে দুই শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ দুইটি উদ্ধার করা হয়। তারা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাসকারী মোহাম্মদ আলমের ছেলে জাহিদুল ইসলাম সিফাত (২৮) ও শহিদুল ইসলাম আরফাত (২৪)।ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই মিনহাজ মাহমুদ ভুইয়া জানান, স্থানিয়দের দেয়া সংবাদে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছি। তবে ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, সিফাত ও আরফাত শহরের শীর্ষ সন্ত্রাসী। সিফাত-আরফাত বাহিনীর হাতে জিম্মি ছিল ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে সদর থানায় হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ সিফাতের বিরুদ্ধে ২২ টি মামলা ও আরফাতের বিরুদ্ধে ২০ টি মামলা রয়েছে।ওসি আসলাম জানান, আভ্যন্তরিণ বিরোধের জের ধরে সংঘর্ষে এ দুই শীর্ষ সন্তাসী গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top