যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা চান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনি প্রচার-প্রচারণার সময় এ দাবি করেন তিনি।
বলেন, যুক্তরাষ্ট্র বিষয়ে মুসলমানদের মনোভাব বোঝার আগ পর্যন্ত, দেশটিতে তাদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ রাখা উচিত। পরে সাউথ ক্যারোলাইনার জনসভায় আবারও এই দাবি জানান তিনি। তবে, এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এমন দাবি, মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তা বিরোধী। আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জেব বুশ বলেন, ডোনাল্ড ট্রাম্প, মানসিক ভারসাম্য হারিয়েছেন।
Share!