নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আরো একটি চাদাবাজী মামলায় আদালতে হাজির করেছে পুলিশ। একই মামলায় আদালত নূর হোসেনের ভাই নুর উদ্দিন ও সহযোগী লোকমানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।এছাড়া নূর হোসেনের ভাতিজা নাসিকের বহিস্কৃত কাউন্সিলার শাহ জালাল বাদলের জামিন পরবর্তী ধার্য তারিখ ১১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছেন।সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চাদনী রূপম এর আদালতে নূর হোসেনকে হাজির করার পর এ বিষয়ে শুনানি হয়। পরে আদালত তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন এসব তথ্য জানান।মামলার বিবরণে জানা যায়, সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির দুইটি অটোরিকশা ভাড়া দিয়ে সংসার চালাতেন। ২০১৪ সালের ১৫ মার্চ নূর হোসেন তার শিমরাইলের বাসায় সাইদুলকে ডেকে নিয়ে দুইটি রিকশায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সাইদুল চাঁদা দিতে অস্বীকার করলে তার দুইটি রিকশা নিয়ে আটক করেন নূর হোসেন। এরমধ্যে ১০ হাজার টাকা দিলে একটি রিকশা ছেড়ে দেয়।এ ঘটনায় ওই বছরের ১০ জুন সাইদুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি পিটিশন দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ জুন ৮ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৫ সেপ্টেম্বর নূর হোসেন, তার ছোট ভাই নুর উদ্দিন তাদের ভাতিজা শাহ জালাল বাদল ও সহযোগী লোকমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।চার্জশিটে পুলিশ নূর হোসেনের বিরুদ্ধে ১৯৯২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮ টি মামলা দেখিয়েছেন। তার ভাই নুর উদ্দিনের বিরুদ্ধে ২ টি ও তাদের ভাতিজা শাহ জালাল বাদলের বিরুদ্ধে ৫ টি মামলা দেখানো হয়েছে।
নূর হোসেনকে আরো একটি মামলায় আদালতে হাজির
Share!