টেস্ট ক্রিকেটে মন্থর গতির ব্যাটিং করে রেকর্ডের পাতায় নাম লিখালেন হাসিম আমলা।দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সোমবার সকালে রবীন্দ্র জাদেজার বলে সাজঘরে ফেরার আগে তিনি ২৪৪ বলে করেছেন ২৫ রান। এর মধ্যে তিনটি চারের মারও রয়েছে।কম যাননি তার সতীর্থ এবি ভিলিয়ার্স এবং এফ ডু প্লেসিসিও। বিকেল তিনটার পর তিনি আউট হওয়ার আগে করেছেন ২৯৭ বলে ৪৩ রান। এর আগে ৯৭ বল মোকাবিলা করে ডু প্লেসিসি সংগ্রহ করেছেন ১০ রান।জয়ের জন্য স্বাগতিক ভারতের দেয়া ৪৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছেন। এ ক্ষেত্রে তারা ১৪২ ওভার পর্যন্ত খেলেছেন। দিনের খেলা আরও ২০ ওভার বাকি আছে।এই টেস্ট ড্র করতে হলে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারের শেষ বল পর্যন্ত টিকে থাকতে হবে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ২ উইকেট তুলে নিতে পারলেই জয়ী হবে ভারত।
টেস্ট ক্রিকেটে রেকর্ডের পাতায় হাসিম আমলা
Share!