মহাসড়কে ইজি বাইক, পাগলু, অটোরিক্সাসহ তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে রোববার ভোর ৬টা থেকে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলা মটর মালিক সমিতি, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ ৩টি যৌথ শমিক সংগঠন এই পরিবহন ধর্মঘট ডাক দেয়।এর ফলে পঞ্চগড়-তেতুলিয়া-বাংলাবান্ধাসহ জেলার ৮টি রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।এদিকে পঞ্চগড় জেলা মটর মালিক সমিতির সভাপতি মো: ইকবাল কায়সার মিন্টু জানিয়েছেন,অবৈধ যান চলাচল বন্ধ না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। এর আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে পঞ্চগড় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আলটিমেটাম দেয় পরিবহন সংশ্লিষ্টরা।
পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
Share!