বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম পড়ে যাওয়া সত্ত্বেও জ্বালানি তেল রফতনিকারক দেশগুলোর সংগঠন ওপেক তাদের উৎপাদন না কমানোর সিদ্ধান্ত নিয়েছে।ভিয়েনায় সম্প্রতি এক বৈঠকের পর ওপেক প্রেসিডেন্ট এবং নাইজেরিয়ার জ্বালানি মন্ত্রী ইমানুয়েল ইবে কাচিকু বলেন, জ্বালানি তেলের উৎপাদন হ্রাস বাজারে বড় ধরণের প্রভাব ফেলছে না।ওপেক প্রতিদিন তিন কোটি ব্যারেল তেল উৎপাদনের তাদের লক্ষ্যমাত্রা ধরে রাখতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, ওপেকের সদস্যভুক্ত দেশগুলো বিশ্বের মোট তেল উৎপাদনের এক তৃতীয়াংশের বেশি উৎপাদন করে থাকে।ওপেক বর্তমানে প্রতিদিন প্রায় তিন কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। -সূত্র ওয়াল ষ্ট্রিট জার্নাল
দাম পড়লেও তেলের উৎপাদন কমাবে না ওপেক
Share!