পাকিস্তানে গত বছর সেনাবাহিনীর একটি স্কুলে হামলার ঘটনায় যুক্ত থাকায় চার জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে। একটি নিরাপত্তা সূত্র চার জঙ্গির ফাঁসির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় ডন পত্রিকা। গত বছর ডিসেম্বরের ১৬ তারিখে সেনাবাহিনীর স্কুলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ১৫১ জন নিহত হয়েছিল। এদের মধ্যে ১শ ২৫ জনই শিশু। ওই হামলায় আহত হয়েছিল আরো ১৪৭ জন।ওই দুর্ঘটনার এক বছর উদযাপন করার আগেই হামলায় যুক্ত থাকা জঙ্গিদের ফাঁসি দিল পাক সরকার।
ফাঁসি হওয়া চার জঙ্গি হলেন, মওলবি আবদুস সালাম, হযরত আলী, মুজিবুর রেহমান, সাবিল আলিয়াস ইয়াহইয়া। এদের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন প্রেসিডেন্ট মামনুন হুসেইন। ওই জঙ্গিরা প্রত্যেকেই তোহিদ ওয়াল জিহাদ গ্রুপের সদস্য। এরা দেশটিতে বোমা হামলা, পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা, পেসোয়ারে বিমান ঘাঁটিতে হামলাসহ দেশটিতে বিভিন্ন সহিংসতার ঘটনায় যুক্ত ছিল। এরা প্রত্যেকেই নিজেদের দোষ স্বীকার করেছে।