দিনাজপুর শহরের নিমনগর বাসষ্ট্যান্ড এলাকায় একটি ছাত্রাবাসে আব্দুর রহিম নামের এক অফিস সহকারীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের ৩য় সেমিস্টারের ছাত্র শুভ শেখকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অফিস সহকারী ও সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিমনগর বাসষ্ট্যান্ড এলাকায় ছাত্রাবাসে থাকা শুভ শেখের সঙ্গে দেখা করতে যান আব্দুর রহিম। এক পর্যায়ে তাদের কক্ষ থেকে চিৎকারের শব্দ পেয়ে এলাকাবাসী ভেতরে ঢুকে আব্দুর রহিমকে জবাই করা অবস্থায় এবং শুভ শেখকে আহতাবস্থায় দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে তা স্বাভাবিক করে। আহত অপর ছাত্র শুভ শেখকে আটক করে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান জানান, এ হত্যার ঘটনায় শুভ শেখকে আটক করেছে পুলিশ। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এদিকে এই হত্যাকান্ডকে ঘিরে পলিটেকনিক ইন্সটিটিউট এলাকাসহ ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য চিরুনি অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।