Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সাত খুন : দুই মামলায় নূর হোসেনকে কারাগারে হাজির

নারায়ণগঞ্জের অলোচিত সাত খুনের দুই মামলায় প্রধান আসামি নূর হোসেনসহ গ্রেফতার ২৩ আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পরে জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। এদিকে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটির দায়ের করা মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারের জন্য জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।সোমবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অষোক কুমার দত্ত এ আদেশ দেন।সকালে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ গ্রেফতার ২৩ আসামিকে কঠোর পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।এরপর নারায়ণঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অষোক কুমার দত্তের আদালতে কাউন্সিলর নজরুল হত্যা মামলার শুনানি হয়েছে। শুনানি চলাকালে বাদী পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খানের সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলীর নারাজির বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বিচারক তাদের দুজনকে থামিয়ে দেন।শুনানি শেষে নজরুল হত্যা অর্থাৎ বিউটির দায়ের করা মামলাটির বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।এদিকে বেলা ১১টার পর আইনজীবী চন্দন সরকার হত্যা মামলায় জজ আদালতে অভিযোগপত্র শুনানির (চার্জগঠন) জন্য আসামিদের জজ কোর্টে নেয়া হয়। সেখানে চার্জগঠনের প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন জেলা দায়রা জজ আদালত।    এসময় র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদসহ সাবেক তিন কর্মকর্তার জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে প্রেরণের  আদেশ দেন আদালত।এই প্রথম নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে দুটি মামলায় প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে হাজির করা হল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top