রাজধানীর উত্তরা থেকে সন্দেহভাজন ৪ জঙ্গিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, আটকরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বেশ কিছু বই, বিদেশী মুদ্রা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Share!