রাজধানীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটকরা শিবিরের নেতাকর্মী। এসময় ওই বাসা থেকে ককটেল ও ‘জিহাদি বই’ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে আটকদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।তিনি জানান, শুক্রবার বিকালে ৮৫, আরামবাগের বাড়ির তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে একজন মতিঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি, একজন পল্টন থানা সভাপতি, একজন ৮নম্বর ওয়ার্ড সভাপতি, একজন মুগদা থানা সভাপতি, একজন বায়তুল সম্পাদক এবং বাকিরা অন্যান্য পর্যায়ের নেতা।পুলিশের এই উপপরিদর্শক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক এবং এ সময় ১১টি ককটেল বোমা এবং বিপুল ’জিহাদি বই’ উদ্ধার করা হয়।এসআই মফিজুরের দাবি, নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন।
রাজধানীতে ৬ শিবির নেতাকর্মী আটক
Share!