যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি ক্লিনিকে ঢুকে গুলি চালিয়ে পুলিশসহ তিনজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৯জন।স্থানীয় সময় শুক্রবারে আকস্মিক এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। এছাড়া পুলিশের ৫ কর্মকর্তা আহত হয়েছেন। নিহত পুলিশের নাম গ্যারেট সোয়াশি (৪৪)।কলোরাডোর ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণে গর্ভপাত করা হত। বিবিসি জানিয়েছে, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে এই গ্রুপটা গর্ভপাত বিরোধী বলে জানা গেছে। অতীতেও এরা গর্ভপাতের বিরোধীতা করেছে।জানা গেছে, গুলিবিনিময়ের সময় অনেক মানুষ বিল্ডিংয়ের ভেতরে আটকা পড়েছিল। প্রায় ৫ ঘণ্টাব্যাপি এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।এদিকে, হামলার ঘটনায় রবার্ট লুইস নামে উত্তর ক্যারোলিনার এক নাগরিককে চিহ্নিত করেছে পুলিশ। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।কলোরাডোর মেয়র জন সুথার সংবাদ সম্মেলনে বলেন, আমি খুবই মর্মাহত। আজ কলোরাডোয় যে ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক। আমরা দুজন নাগরিককে হারিয়েছি। তাছাড়া দেশের একজন সাহসী পুলিশকে হারিয়েছি।কলোরাডো পুলিশের প্রধান পিটার ক্যারি বলেন, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ক্লিনিকে গুলি, পুলিশসহ নিহত ৩
Share!