দিনাজপুর ও রংপুরের পর এবার খুলনায় খ্রিস্টান সম্প্রদায়ের দুই যাজককে জেএমবি পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে মোবাইল ফোনে তাদের এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।দুই যাজক হলেন- ইন্টার চার্চ পাস্টরস অ্যান্ড লিডারস ফেলোশিপের ভারপ্রাপ্ত মহাসচিব ও চার্চ অব গডের বাংলাদেশ প্রধান রেভারেন্ট টমাস জয় সরকার এবং খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান বিশপ রমেন বৈরাগী।ইন্টার চার্চ পাস্টরস অ্যান্ড লিডারস ফেলোশিপের খুলনা শাখার প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী জানান, দুপুর ১টা ১১ মিনিটে মোবাইল ফোন থেকে সুমন নামে এক ব্যক্তি নিজেকে জেএমবির কমান্ডার পরিচয় দিয়ে দুই যাজককে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বিকালে জয় সরকার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।হুমকির বিষয়ে জয় সরকার বলেন, আমাকে ফোন করে বলা হয়- খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতিতে আপনি বাইবেল পাঠ করেছেন। আপনি এবং রমেন বৈরাগী, আপনারা ৭২ ঘণ্টার মধ্যে পদ-পদবি ছাড়বেন। তা না হলে আপনাদের দুজনকে বাঁচিয়ে রাখতে পারব না। এ ঘটনায় জয় সরকারসহ অন্য যাজকরা আতংতিক হয়ে পড়েছেন।সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ধর্ম যাজকদের নিরাপত্তারও উদ্যোগ নেয়া হয়েছে।এর আগে বুধবার দিনাজপুরে ক্যাথলিক চার্চের ফাদার কার্লোসকে আইএস পরিচয়ে হত্যার হুমকি দিয়ে বলা হয়- ফাদার কার্লোস আইএসের পক্ষ থেকে সালাম নিবেন। দলের নির্দেশে আপনাকে ২০ ডিসেম্বরের মধ্যে হত্যা করা হবে, তা নিজপাড়ায় থাকেন কি দিনাজপুরে। যা খুশি খেয়ে নিন। একই দিন দিনাজপুর থেকে ডাকযোগে পাঠানো চিঠিতে খুলনায় ৭ চার্চ প্রধানসহ ১০ জনকে হত্যার হুমকি দেয়া হয়। ১৮ নভেম্বর সকালে দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইতালিয়ান নাগরিক ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারি। এ ঘটনায় পুলিশ এখনও দুর্বৃত্তদের কোনো হদিস পায়নি। এর আগে পাবনায় এক খ্রিস্টান পাদ্রিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। রংপুরে একইভাবে হত্যার চেষ্টা হয় বাহাই সম্প্রদায়ের এক নেতাকে। রংপুরে খুন হন মাজারের এক খাদেম।
খুলনায় দুই যাজককে জেএমবি পরিচয়ে হত্যার হুমকি
Share!