বিপিএলের নবম ম্যাচে ১১০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে সিলেট সুপারস্টার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান। মমিনুল হক ১৪ এবং মুশফিকুর রহিম ২ রান নিয়ে ব্যাট করছেন। মুনাভিরা ১৭ এবং জশুয়া কব ০ রান করে আউট হয়েছেন।এর আগে বৃহস্পতিবার মিরপুরে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান।ব্যাট করতে নেমে সিলেটের বোলার শহিদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে রংপুর।দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক সাকিব। এছাড়া পেরেরা ২১ এবং সিমন্স ১৩ রান করেন। রংপুর রাইডার্সের আর কোনো ব্যাটসম্যান তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি।সিলেটের মোহাম্মদ শহিদ ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট লাভ করেছেন।বিপিএলের এবারের আসরে তিন ম্যাচের দুটিতে জয়লাভ করেছে রংপুর রাইডার্স। অন্যদিকে দুটি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি মুশফিকের সিলেট। তবে দুটি ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েও দূর্ভাগ্যজনকভাবে ১ রানে হেরেছে সিলেটএদিকে সন্ধ্যায় দিনের অন্য খেলায় চিটাগাং ভাইকিংস লড়বে ঢাকা ডাইনামাইটসের বিরুদ্ধে।
১১০ রানের টার্গেটে ব্যাট করছে সিলেট
Share!