আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আকমল হোসেনকে (৭০) পুলিশ গ্রেফতার করেছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।আকমল হোসেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল ছিলেন।রাজনগর থানার ওসি মো. শাসসুদ্দোহা পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সকালে আকমলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
Share!