বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত পল্টন থানার তিন মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে তা নিয়ে শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির এ দিন ধার্য করেন।আদালতে মির্জা ফখরুলের পক্ষে অ্যাডভোকেট হিসেবে ছিলেন জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির।চলতি বছরের শুরুতে টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ফখরুলের জামিন স্থগিতের শুনানি ৩০ নভেম্বর
Share!