বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীকে জেরা করেছেন তার আইনজীবীরা।
আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বকশি বাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় এ মামলার আজকের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়ার অনুপস্থিতির বিষয়টি আদালতকে অবহিত করে সময় আবেদন করেন তার আইনজীবীরা। তবে সময় আবেদন নাকচ করে সাক্ষীকে জেরার নির্দেশ দেন আদালত।
পরে সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার ১৯ ও ২০ নম্বর সাক্ষীকে জেরা করা হয়। এ মামলায় এ পর্যন্ত ২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।