তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা থ্রিজি নেটওয়ার্কের আওতায় এলো আঙ্গরপোতা-দহগ্রাম। বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেবা চালু হওয়ায় ওই এলাকার মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগের এক মাস ১০ দিনের মাথায় দহগ্রাম আঙ্গরপোতা আসলো থ্রিজির আওতায়।
ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিষয়ে নানা তথ্য ও সেবা পাওয়া এখন অনেক সহজ হবে ওই এলাকার ৫০ হাজার মানুষের। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছে। ইন্টারনেট সেবার গতি বাড়ানোর কথাও বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, দেশের আট হাজার পোস্ট অফিসের মধ্যে সাড়ে তিন হাজার পোস্ট অফিসকে ডিজিটাল সেন্টার করা হয়েছে। বাকিগুলোর কাজও শেষ হবে দ্রুত।
উত্তবঙ্গের উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কুড়িগ্রাম, লালমনিরহাটে মঙ্গা দূর করে এ অঞ্চলকে খাদ্যে উদ্বৃত্ত এলাকায় পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। এই এলাকাকে সমৃদ্ধও করবে তার দল।