আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়ন পদ্ধতি নির্ধারণে বৃহস্পতিবার বৈঠকে বসছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়ন পদ্ধতি নির্ধারণ, আওয়ামী লীগের কাউন্সিল, দলটির সাংগঠনিক অবস্থাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বৈঠকে আলোচনা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
মেয়র প্রার্থী মনোনয়নে আ’লীগের সভা বৃহস্পতিবার
Share!