Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মানিকগঞ্জে চলন্ত বাসে জমজ সন্তান প্রসব

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অদূরে চলন্ত বাসে শাহেদা (৩৫) নামে এক নারী জমজ কন্যা সন্তান প্রসব করেছেন। ফটফুটে ওই জমজ সন্তানসহ মা শাহেদা ভালো আছেন বলে জানিয়েছেন শাহেদার ভাই এনামুল হাসান। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নবজাতকদ্বয় ও মাকে সুস্থ্যতার জন্য নেয়া হয়েছে উথলীস্থ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। এনিয়ে শাহেদা চার সন্তানের জননী হলেন।শাহেদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার কুসুডাঙ্গা গ্রামের মো. খাইরুল ইসলাম বাবুর স্ত্রী। সন্তান প্রসবের জন্য গ্রামের বাড়ি যাওয়ার আগেই সন্তান প্রসব করলেন শাহেদা।শাহেদার ভাই কলেজ ছাত্র এনামুল হাসান জানান, ঢাকার গাবতলী থেকে সংগ্রাম পরিবহন যোগে সন্তান প্রসবা বোন শাহেদা, তার দুই মেয়ে সুমাইয়া ও শামীমাকে নিয়ে ফিরছিলেন সাতক্ষিরা গ্রামের বাড়ী। পথিমধ্যে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছানোর প্রায় তিন কিলোমিটার আগে বোনের প্রসব যন্ত্রণা উঠলে অল্প সময়ের ব্যবধানে চলন্ত গাড়ীতেই জমজ শিশু কন্যা ভুমিষ্ট হয়।এ সময় স্বজন ও যাত্রীদের অনুরোধে নবজাতক ও প্রসূতিসহ বাস ঘুরিয়ে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।শাহেদার ভাই আরো জানান, জানুয়ারির ২১ তারিখে সন্তান প্রসবের তারিখ নির্ধারণ করেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা তাদের সাতক্ষীরার পাটখেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের বাড়ী ফিরছিলেন। আল্লাহর অশেষ রহমতে নির্ধারিত সময়ের আগেই কোনো সমস্যা ছাড়াই সন্তান প্রসব হয়। তাও জমজ।  এদিকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরশ্বাদ উল্লা জানান, নবজাতক ও মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থ আছেন। ভুমিষ্ট জমজ ওই শিশুদের আড়াই কেজি করে ওজন হয়েছে। স্বজনরা চাইলে ৫ থেকে ৬ ঘণ্টা পরে বাসায় যেতে পারবেন বলে জানান তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top