রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর ন্যাটোকে নিজেদের পাশে পেয়েছে তুরস্ক।বারবার সতর্কবার্তা পাঠানোর পরও রুশ বিমানটি তুর্কী আকাশসীমা লঙ্ঘন করলে নিজেদের ভূমি ও আকাশসীমা রক্ষার চেষ্টা হিসেবে তারা গুলি চালায় বলে দাবি করেছে তুরস্ক।ন্যাটোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের এই দাবিকে সমর্থন দিচ্ছে। তুরস্কের আহ্বানে গতরাতে ন্যাটো জরুরি এক বৈঠক করে।বৈঠক শেষে, সংস্থাটি তুরস্কের আত্মরক্ষার দাবিকে গ্রহণযোগ্য বলে বর্ণনা করছে এবং দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানাচ্ছে।পরিস্থিতি আর ঘোলাটে না করতে দু’দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, ‘আর সব দেশের মতো তুরস্কের নিজেদের আকাশসীমা ও ভূমি রক্ষা করার অধিকার আছে।’কিন্তু রাশিয়া বলছে, তাদের বিমানটি তুর্কী আকাশসীমায় ঢোকেনি, আর তুরস্কও কোন সতর্কবার্তা দেয়নি।এই হামলার জন্য তুরস্ককে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া।গতকালই রুশ যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করে তুরস্কের এফ-১৬ যুদ্ধ বিমান।এতে বিমানটির দুই পাইলটের একজন নিহত, অপরজন নিখোঁজ রয়েছেন।
তুরস্কের ব্যাখ্যা যথার্থ : ন্যাটো ও যুক্তরাষ্ট্র
Share!