স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, চোরাচালানকারীদের ধরতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৩ লাখ ২২ হাজার বার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ছয় মাসে ১৩ হাজার ৫০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। আর মামলা হয়েছে ৭২ হাজার।
তিনি বলেন, চোরাচালানের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। এরই মধ্যে চারাচালানের আড়াই হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলোর নিষ্পত্তি প্রক্রিয়া আরো গতিশীল করা হবে। মাদকের বিষয়টি গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পাট চোরাচালানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে, যাতে পাট বাইরে যেতে না পারে।
তিনি বলেন, আগামীতে দেশের পাটজাত পণ্যের চাহিদা বাড়বে। তাই বৈঠকে সীমান্ত দিয়ে পাট পাচার ঠেকাতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। চোরাচালান ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দেশে চোরাচালান কমেছে। মাদকের তৎপরতা রুখতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সরকার।