ভারতে ধর্ম নিয়ে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বলিউড কিং শাহরুখের পর এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন আরেক সুপারস্টার আমির খান। গত সোমবার এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছিলেন, তার স্ত্রী তাকে অন্য দেশে যাবার জন্য মত দিয়েছেন।আমির জানান, তার স্ত্রী প্রযোজক কীরণ রাও ভারতের চলমান অসহিষ্ণুতায় তার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এই মুহূর্তে তাদের অন্য দেশে যাওয়া দরকার কি না?আমির খান বলেন, বর্তমানে ভারতে যে অবস্থা চলছে তাতে আমি আতংকিত। আমরা জন্মের পর থেকে এ দেশে বসবাস করে আসছি। কিন্তু এই প্রথম সে আমাকে এমন কথা বললো।এর পরই বিতর্ক শুরু হয় আমিরের বক্তব্যকে ঘিরে।আমিরের বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী এবং শিব সেনার সিনিয়র নেতা রামদাস কদম।তিনি আমিরকে উদ্দেশ করে বলেন, সে এখনো একজন তারকা অভিনেতা। কিন্তু এখন দেখছি যে দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষেছি। আমির যদি ভারতে না থাকতে চায় তাহলে পাকিস্তানে চলে যাক।
আমির খানকে পাকিস্তানে যেতে বলল শিব সেনা
Share!