‘নিখোঁজ’ রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে ‘আটক’ করেছে র্যাব।মঙ্গলবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে বলে দাবি করে র্যাব।র্যাব- ১৩ জানায়, একটি পোশাকধারী টহল দল তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে মোজাফফর হোসেনের পরিবার দাবি করে আসছিলেন, গত ১৯ নভেম্বর রাতে তাকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয়েছিল। তবে পুলিশ ও র্যাব তার পরিবারের অভিযোগ অস্বীকার করে আসছিল।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, রংপুর র্যাব-১৩ এর পোশাকধারী একটি টহলদল সদর উপজেলার মহেন্দ্রসগর এলাকা থেকে তাকে আটক করে। মোজাফফর হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালাতে পাঠানো হয়েছে।তবে মোজাফফর হোসেনকে লালমনিরহাটের মহেন্দ্রসাগর এলাকার ঠিক কোন স্থান থেকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি ওসি মাহফুজুর রহমান।রংপুরের কতোয়ালী থানায় মোজাফফরের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি
রংপুরের ‘নিখোঁজ’ বিএনপি নেতা লালমনিরহাটে ‘আটক’
Share!