Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মির্জা ফখরুলের তিন মাসের জামিন

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ  এ জামিন আদেশ দেন।ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ফখরুলের জামিন সংক্রান্ত জারি করা রুলের শুনানি শেষে হয়েছে গত ১১ নভেম্বর। মামলার আদেশ ঘোষণার জন্য দিন নির্ধারণ করা হয় ১৬ নভেম্বর। পরে এটি পিছিয়ে ২২ এবং পরে আজ ২৪ নভেম্বর দিন ধার্য ছিল।তিনি জানান, হাইকোর্ট জামিন মঞ্জুর করায় ফখরুলের মু্ক্তিতে আর কোনো বাধা নেই।পল্টন থানার এই তিন মামলাসহ নাশকতার সাতটি মামলায় গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাইকোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন ফখরুল।এর মধ্যে আত্মসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেয়া সময় ২ নভেম্বর শেষ হয়। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ।পরদিন ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ হয় করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আটক আছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top