রাজধানীর উত্তরায় জাপানি নারী খুনের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকে বাতিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।জাপান দূতাবাসের অনুরোধের প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন বাতিল করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ জাপানি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৮জনকে আটক করেছে। ওই নারীর নাম জিরোয়ি মিয়োচো (৫৫)। তার লাশ উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে দাফন করা হয়েছে। পরে কবর থেকে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।জাপানি এই নারীকে হত্যা ও তার লাশ গুমের ঘটনায় উত্তরা পূর্ব থানায় রোববার রাতে মামলা করেছে পুলিশ। দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় করা মামলার নম্বর ১১। বাদী উত্তরা পূর্ব থানার অপারেশন অফিসার মিজানুর রহমান। এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে কমপক্ষে চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
জাপান দূতাবাসের অনুরোধে সংবাদ সম্মেলন বাতিল
Share!