কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় এক কলেজ ছাত্রীসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের বাইপাসস্থ ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাড়ে ৭টায় আঞ্চলিক মহাসড়কের লাকসাম শহরের বাইপাসস্থ ফতেপুর এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি আন্তঃজেলা ট্রাক (ঢাকা-মেট্ট্রো-ট-১৮-০৮৮২) বেপরোয়া গতিতে এসে লাকসামগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন এবং পরবর্তীতে হাসপাতালে নিলে অপর ২ জন নিহত হন।নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক জসিম জদ্দিন (৩০), একই গ্রামের আলী আক্কাসের মেয়ে নাসরিন (২৪), জহির উদ্দিনের স্ত্রী মোহসেনা আক্তার, লাকসাম ন.ফ সরকারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী রোজিনা আক্তার (২০) এবং ফতেপুর গ্রামের আবুল কালাম (২৫)। এ সময় অপর সিএনজি অটোরিকশাযাত্রী রাজু গুরতর আহত হয়।লাকসাম থানা পুলিশ ও লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ তদারকি করছে।
কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর
Share!