Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিপিএলে বরিশাল ও সিলেটের প্রথম ম্যাচ আজ

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বরিশাল বুলস ও সিলেট সুপার স্টার্স।দুপুর ২টায় প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সুপার স্টার্স। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। টি ২০ ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল এবারও বরিশাল বুলসের খেলোয়াড়। ইনজুরির দরুন প্রথম কয়েকটা ম্যাচে গেইলকে ছাড়াই মাঠে নামতে হবে বরিশালকে। শুরুতে গেইলকে পাওয়া না গেলেও তাতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন শাহরিয়ার নাফীস। স্থানীয় ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছেন এই ব্যাটসম্যান। নাফীস বলেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ ভালো টাচে আছেন। সাব্বির ভালো করছে। এছাড়া রনি তালুকদার রয়েছে। বিদেশী খেলোয়াড়দের মধ্যে যারা আছেন তারা ভালো করবেন।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এবার একা ম্যাচ জিতিয়ে দেয়ার মতো কোনো খেলোয়াড় নেই।’ বিদেশী খেলোয়াড়দের মধ্যে বরিশালে রয়েছেন মোহাম্মদ সামি, ব্রেন্ডন টেলর ও কেভিন কুপারের মতো অভিজ্ঞ টি ২০ ক্রিকেটার। সাকিব আল হাসান-সৌম্য সরকারদের নিয়ে গড়া রংপুর রাউডার্স জয় দিয়ে শুরু করেছে। আগের রাতে যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসান ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ। মিসবাহ-উল-হক, ভ্যারেন স্যামি ও থিসারা পেরেরায় জিতেছে রংপুর। আজও জয়ের অপেক্ষায় তারা।এদিকে প্রথম ম্যাচে মোহাম্মদ আমির, তামিম ইকবাল ও দিলশান দুর্দান্ত খেলার পরও হার দিয়ে শুরু করেছে চিটাগাং। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ঝাঁপাবে তারা। নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নামা তরুণ পাকিস্তনি পেসার মোহাম্মদ আমির ৩০ রানে নিয়েছেন চার উইকেট। দ্বিতীয় ম্যাচে জয়টা হাতছাড়া করতে চান না তামিম ইকবাল। সিলেট সুপার স্টার্সের রুবেল হোসেন প্রথম কয়েক ম্যাচ খেলতে পারবেন না বলে হতাশ কোচ সারোয়ার ইমরান। সিলেটের কোচের আশা, জয় দিয়েই শুরু করবে তার দল। রোববার মিরপুর একাডেমি মাঠে তিনি বলেন, ‘রুবেল আগে থেকেই ইনজুরিতে। রাজ্জাকও ইনজুরিতে পড়ায় আমাদের টিম কম্বিনেশনে কিছুটা সমস্যা হয়ে গেল।’ বিদেশী খেলোয়াড়দের মধ্যে রবি বোপারার ওপর আস্থা রাখছেন সারোয়ার ইমরান।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top