Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সুয়ারেজ-নেইমারদের কাছে পাত্তাই পেল না রোনালদোরা

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। বার্সা এবং রিয়ালের খেলোয়াড়রা দারুণ ফর্মে ছিল। সবাই ভেবেছিল দুই দলের মধ্যে মহারণ হবে। কঠিন লড়াই হবে। কিন্তু ম্যাচ শেষে সবাই একপেশে একটি এল ক্ল্যাসিকো উপভোগ করলো। বার্সার নেইমার-সুয়ারেজদের কাছে পাত্তাই পেল না রিয়ালের রোনালদো-বেলরা।রোববার রাতে রিয়ালের মাঠে অনুষ্ঠিত এ খেলায় বেশির ভাগ সময়ে বল দখলে রেখেছে বার্সার খেলোয়াড়রা। আর তাদের এই আধিপত্যের কারণে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা।উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ২টি, নেইমার এবং ইনয়েস্তা ১টি করে গোল করেন।এদিন মেসিকে ছাড়াই মাঠে নামে বার্সা। তবে সুয়ারেজ-নেইমারের জুটি আজও হতাশ করেনি বার্সার সমর্থকদের। খেলার ১১ মিনিট বার্সার হয়ে প্রথম গোল করেন সাবেক লিভারপুল তারকা সুয়ারেজ। খেলার ৩৯মিনিটে দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে।  প্রথমার্ধে এই দুই গোলেই এগিয়ে থাকল বার্সা। প্রথমার্ধে রিয়ালও গোলের সুযোগ পেয়েছে। তবে তা বার্সার গোলরক্ষক ব্রাভোর অসাধারণ নৈপুণ্যতায় সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়ালের খেলোয়াড়রা।দ্বিতীয়ার্ধে সবাই ভেবেছিল ঘুরে দাঁড়াবে রিয়াল। সেই সুযোগ আর হয়নি।  দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অষ্টম মিনিটের মাথায়ই তৃতীয়বারের মতো এগিয়ে যায় বার্সা। এবার গোল করেন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা। প্রায় ১৫ গজ দুর থেকে ডান পায়ের দারুন এক শটে গোল করেন বার্সা অধিনায়ক।  সবার ধারণা ছিল হয়তো বার্সা বেশি গোল করলে মেসিকে নামানো হবে না। সবার সেই ধারণ ভুল প্রমাণ করে ৫৭ মিনিটে মাঠে নামের বার্সার প্রাণ ভ্রমরা লিওনেল মেসি। দুইমাস পর মাঠে নামতে পারলেন বার্সার আর্জেন্টাইন সুপার স্টার।মেসির উপস্থিতিতে মাঠে যেন আরো প্রাণ ফিরে পেল বার্সার খেলোয়াড়রা। খেলার ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন সুয়ারেজ। এদিন কোনো গোল করতে না পারলেও রিয়ালের খেলোয়াড়রা বেশ কিছু বাজে ট্যাকেল করেন। এজন্য বেশ কয়েকটি হলুদ কার্ডও খেতে হয় বেনেতিজের শিষ্যদের। ম্যাচের ৮৪ মিনিটে নেইমারকে বাজেভাবে ট্যকল করার কারণে লাল কার্ড পান ইসকো। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ পায় রিয়ালের সুপারস্টার রোনালদো। তবে ভাগ্য দেবতা আজ যেন তার সাথে ছিল না। বার্সার গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে তিনটি নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিশ্চিয়ানো।এদিকে এই জয়ের ফলে রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। ১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top