নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।নিহত আবুল কাশেম(৪০) ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী এলাকার ফোরকানের বাড়ির ভাড়াটিয়া মফিজ বেপারীর ছেলে।রোববার সকাল সাড়ে ৯টায় পৌর স্টেডিয়ামের সামনের বালুর মাঠ থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য শহরের ১০০শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এলাকাবাসী জানান, আবুল কাশেম মাসদাইর এলাকায় জেলা পরিষদের জমিতে কয়েকটি দোকান-ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন এবং নিজে একটি সেলুন দিয়ে কমর্চারী রেখে ব্যবসা করছিলেন।ফতুল্লা মডেল থানার পিএসআই আব্দুর রহমান জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা পিটিয়ে আবুল কাশেমকে হত্যার পর তার মৃতদেহ বালুর মাঠে ফেলে দিয়েছে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
Share!