টেস্ট সিরিজ হারার পর ইংল্যান্ডের প্রয়োজন ছিল নিজেদের প্রমাণ করার। জস বাটলারের ৪৬ বলে সেঞ্চুরির সহায়তায় চার ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এ জিতে তা প্রমাণ করল তারা। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ ওডিআইতে ইংল্যান্ড ৮৪ রানে হারিয়েছে পাকিস্তানকে। ৩৫৬ তাড়া করতে নামা পাকিস্তান ২৭১ রানে অলআউট হয় ৫৬ বল বাকি থাকতে। শোয়েব মালিকের ৩৪ বলে ৫২ ইনিংস সর্বোচ্চ রান। ৫১ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ওপেনার ও অধিনায়ক আজহার আলী ৪৪ রান করেন। মঈন আলী ও আদিল রশীদ তিনটি করে উইকেট নেন ইংল্যান্ডের হয়ে।এর আগে জস বাটলার ইংল্যান্ডের ওডিআই ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৬ বলে। তার ঝড়ো শতকে ইংল্যান্ড ৩৫৫ রান করে পাঁচ উইকেটে। বাটলারের ইনিংসে ছিল আটটি ছয়। যা একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আরেকটি রেকর্ড। দেশের বাইরে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস। জ্যাসন রয়ের প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং জো রুটের হাফ সেঞ্চুরি (৭১) ইংল্যান্ডকে পর্বতসম ইনিংস দাঁড় করাতে সহায়তা করে। ক্রিকইনফো।
পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ জয়
Share!