চিকিৎসার জন্য দীর্ঘ ৬৬ দিন লন্ডনে অবস্থান করার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শনিবার বাংলাদেশ সময় ভোররাত চারটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আজ (শনিবার) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরের অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।এদিকে দেশে ফেরার পর খালেদার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে তার দল। শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন বলেন, চিকিৎসা শেষ না করেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটি। ওই বিবৃতিতে খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপির এই মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানানো হয়।স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা। এরপর তিনি কবে ফিরবেন তা নিয়ে একরকম বিভ্রান্তি দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসা শেষ না করেই দেশে ফিরছেন বেগম জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি রাজনৈতিক কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। এছাড়া পরিবার পরিজনের সঙ্গে একান্ত সময় কাটান খালেদা জিয়া।
ঢাকার পথে খালেদা জিয়া
Share!