ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুকসহ যে সব ইন্টারনেট অ্যাপস বন্ধ রয়েছে তা বন্ধ থাকবে।শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল ডিভাইস অ্যান্ড ইটস রোল ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ক এক গোলটেবিল সেমিনারে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থেই এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তারপরেও অনেকেই বিকল্প মাধ্যমে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন তাদেরকে আমরা তদারকির আওতায় আনতে পারছি। বিকল্প উপায়ে ফেসবুকের ব্যবহার খুব বেশি নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করবে না বলে মন্তব্য করেন তিনি।তারানা হালিম বলেন, আগামী জানুয়ারিতে প্রতিটি সিম কার্ডের রেজিস্ট্রেশন শেষে প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর রেজিস্ট্রেশনের উদ্যোগ নেবে সরকার। জনগণের নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হবে।উল্লেখ্য, গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, টুইটার, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার।
জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেসবুক বন্ধ থাকবে
Share!