মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পরিবার। বৃহস্পতিবার বেলা ১২টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকার সঙ্গে সাক্ষাত করতে যান পরিবারের সদস্যরা।এর আগে কারা কর্তৃপক্ষের কাছে পরিবারের পক্ষ থেকে সাকার সঙ্গে সাক্ষাত চেয়ে আবেদন করেন পরিবার। আবেদনের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতিও পান তারা।তবে সকাল ১১টায় সাকার সঙ্গে দেখা করার অনুমতি পেলেও পরিবারের সদস্য কারা ফটকে পৌছান বেলা ১২টার পর। এরপর তারা কেন্দ্রীয় কারাগারের ভেতরে সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষাতে যান।সাকার আইনজীবী জানায়, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দেখা করার অনুমতিও দিয়েছে। পরিবারের কয়েকজন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন।
সাকার সঙ্গে সাক্ষাতে পরিবার
Share!