প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ১৭ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।এ মামলাটি হাইকোর্টের শুনানির অপেক্ষায় থাকায় এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন পেছানোর সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।২০১২ সালের ২৯ এপ্রিল এয়ারপোর্ট রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় ফ্যালকন টাওয়ারের সামনে রাতে একটি বাস ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় মির্জা ফখরুলসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে পুলিশ। পরে গত বছরের ১০ মে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুল আমিন ঢাকার সিএমএম আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৭ মে আবারও ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
ফখরুলসহ ৪৬ নেতার অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর
Share!