Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতল এ দল

জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে চারদিনের ম্যাচ ড্র করে বাংলাদেশ এ দল। বুধবার দুই ম্যাচের সিরিজ জিতে নিল ১-০তে। জিম্বাবুয়ে এ দল চতুর্থ ও শেষ দিন চা-বিরতির পর তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৭৬/৫-এ। সফরকারীদের টার্গেট ছিল ২৭৮। তারা দ্রুত চার উইকেট হারায়। এরপর প্রথম ইনিংসের দুই হাফ সেঞ্চুরিয়ান অধিনায়ক শুভাগত হোম এবং মোসাদ্দেক হোসেন যথাক্রমে ১৯ ও ২৫ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করেন। এর আগে বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে ৯৯ রানের লিড নিয়েছিল তাসামুল হকের শতক (১০২) এবং শুভাগত (৯২), মোসাদ্দেক (৮৫) ও নুরুল হাসানের (৫২) ফিফটির সৌজন্যে।জিম্বাবুয়ে এ প্রথম ইনিংস ৩০৩ (মাসাকাদজা ৫০, মুর ৬২, গাম্বি ৭০। মোহাম্মদ শহীদ ২/৪২, আবু জায়েদ ২/১০৬, সাকলাইন সজীব ২/৭০, শুভাগত হোম ২/৪৫)।বাংলাদেশ এ প্রথম ইনিংস ৪০২ (তাসামুল হক ১০২, শুভাগত হোম৯২, মোসাদ্দেক হোসেন ৮৫, নুরুল হাসান ৫২। তিরিপানো ৩/৮৯, এম শাঙ্গওয়ে ৩/৭০)।জিম্বাবুয়ে এ দ্বিতীয় ইনিংস ৩৭৬/৫ ডিক্লেয়ার (চারি ১২৮, মুর ১০৩, বার্ল ৫১*, মামহিও ৫০। সাকলাইন সজীব ২/৮৬, মুক্তার আলী ২/৭৩)।বাংলাদেশ এ দ্বিতীয় ইনিংস ৮৮/৪ (রনি তালুকদার ৩০, শুভাগত ১৯*, মোসাদ্দেক ২৫*। নিয়াউচি ৩/২৩)।ফল : ম্যাচ ড্র। সিরিজ : বাংলাদেশ এ দল দুই ম্যাচের সিরিজ ১-০তে জয়ী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top