গাজীপুরের কাপাসিয়ায় দূর্বৃত্তদের দা’য়ের কোপে এক গৃহকর্ত্রী নিহত হয়েছেন। তার নাম রোজিনা আক্তার (৪৫)। তিনি স্থানীয় আমান উল্লাহ সিদ্দিকের স্ত্রী।কাপাসিয়ার চকবড়হর শেখ পাড়া এলাকায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন একই পরিবারের গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিক (৫৫) এবং তার ছেলে সুমন (২৩)। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে কাপাসিয়া উপজেলার পেচুরদিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে শামীমা, তার মা ও তিন যুবককে আটক করা হয়েছে। নিহতের কন্যা শিখা জানান, আটক শামীমা লোক ভাড়া করে তার মাকে হত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ১০-১২ জনের একদল মুখোশধারী দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিকের বাড়ির গেটের তালা ভিতরে প্রবেশ করেন। এসময় তাদের বাধা দিলে গৃহকর্তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে তার স্ত্রী রোজিনা আক্তার এবং ছেলে সুমন বাধা দিলে তাদেরকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, আহতদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গৃহকর্ত্রী রোজিনা আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিক ও তার ছেলে সুমনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।ওসি জানান, হামলাকারীরা সীমানা প্রাচীরের ওপর দিয়ে বাড়িতে প্রবেশ করে। কোনো মালামাল লুট হয়নি।
কাপাসিয়ায় গৃহকর্ত্রী খুন: আটক ৫
Share!