৮ শতাংশ বা তারচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনে উন্নয়ন প্রক্রিয়াকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের সেমিনার শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফোরামে উন্নয়ন সহযোগীরা জ্বালানি ও অবকাঠামো খাতসহ মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে আরো উন্নতি করার পরামর্শ দিয়েছেন বলেও জানান অর্থমন্ত্রী।
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ৮ শতাংশ বা তার বেশি জিডিপি প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানোকেই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার।
আর অবকাঠামোখাতে বিনিয়োগের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন সহযোগীরাও।
বিপুল জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করতে মানসম্মত কারিগরি শিক্ষার প্রসারের পাশাপাশি সর্বস্তরে ক্ষমতা বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মত দেন অর্থমন্ত্রীর।
আগামী বাজেটে চলমান মেগা প্রকল্পগুলোর অর্থায়ন নিয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে বলেও জানান মুহিত।