শীতের আগাম সবজি চাষ করে হাসি ফুটেছে নাটোরের কৃষকদের মুখে।
ভোর হতেই তারা ছুটছেন বাজারে বাজারে। জেলার চাহিদা মিটিয়ে সবজি সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও।
তবে চাষীদের অভিযোগ, মহাসড়কে চাঁদাবাজি আর হয়রানির কারণে সময়মতো শীতকালীন সবজি সরবরাহ করতে পারছেন না তারা। প্রকৃতিতে বইছে শীতের আগমনীবার্তা। শীতের আগাম সবজি নিয়ে ব্যবস্থ সময় পার করছেন নাটোরের চাষীরা।
ফুলকপি, বাধাকপি, মুলা, লালশাখ সহ নানান সবজি পাওয়া যাচ্ছে এখানে। তবে চাষাবাদের শুরুতে টানা বৃষ্টি থাকায় ক্ষাতির মুখের পড়তে হয় কৃষকদের। তারপরও মৌসুমের শুরুতে সবজির দাম ভালো পাওয়ায় খুশি চাষীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে সবজি নিয়ে যাচ্ছেন পাইকাররা। অভিযোগ করেন, পণ্য পরিবহনে মহাসড়কে পুলিশের চাদাবাজি সহ নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদের।
আগাম শীতের সবজি করে চাষীরা ক্ষতি পুষিয়ে নিতে পারছে বলে জানায় কৃষি বিভাগ। এবার শীতকালীন সবজি চাষের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
নাটোর জেলায় এবছর ৫ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারিত হলেও এরই মধ্যে ৫ হাজার ৩১৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে।