নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট খারিজসংক্রান্ত হাইকোর্টের (রায়ের কপি) বিচারিক আদালতে পৌঁছেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে এটি পৌঁছায় বলে সূত্র জানায়। সেই হিসেবে খালেদা জিয়াকে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, খালেদা জিয়া দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান যুগান্তরকে বলেন, হাইকোর্ট খালেদা জিয়ার রিট খারিজ করে দেয়া রায়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। বিচারিক আদালতে রায়ের কপি পৌঁছানোর ২ মাসের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। ৮ নভেম্বর আমরা অফিসিয়ালি ওই রায়ের কপি হাতে পেয়েছি। সাধারণত রায়ের কপি বিচারিক আদালতে পাঠানোর পর বাদীপক্ষকে দেয়া হয়। সে অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহেই রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছেছে। তাই খালেদা জিয়াকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে। নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদন ১৮ জুন খারিজ করে রায় দেন হাইকোর্ট।তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেয়ার’ মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৮ সালের ৯ জুলাই মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল জারি করেন। হাইকোর্টের রায়ে এই স্থগিতাদেশও প্রত্যাহার করে নেয়া হয়। ফলে মামলাটির বিচারিক কার্যক্রমের বাধাও দূর হয়।
খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করতে হবে
Share!