ফিরতি ম্যাচ খেলতে সন্ধ্যায় ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের দাবি ইনজুরি আক্রান্ত দুই তারকা টম রজিক ও টমি জুরিককে নিয়েই বেশি চিন্তিত সকারুরা।
এশিয়ান চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম আঙ্গিনা। এই ম্যাচ নিয়ে রীতিমতো রাখ ঢাক সকারুদের। শনিবার ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহুর্তে সফর সূচি পাল্টে দেয় সকারুরা। সিঙ্গাপুরে যাত্রা বিরতি দিয়ে সেখানে রুদ্ধদ্বার অনুশীলন করে দলটি। মঙ্গলবারের ম্যাচ খেলতে সোমবার রাতে ঢাকায় আসার কথা দলটির।
তবে প্যারিসে জঙ্গি হামলার পর আবারো আলোচনায় নিরাপত্তা ইস্যু। সিডনি মর্নিং হেরাল্ডের দাবি, প্যারিস হামলার পর বেড়েছে ঝুঁকি এবং তা নিয়ে চিন্তিত সকারুরা। সাথে ইনজুরি আক্রান্ত দুই তারকা টম রজিক ও টমি জুরিকের বিকল্প নিয়েও চিন্তিত কোচ আঙ্গ পোস্তেকোগলু।
যদিও আছেন টিম ক্যাহিল, জেদিনাকদের মতো তারকারা। তবে এশিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য দিতে নিরাপত্তার কমতি নেই আয়োজকদের। পুর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচের দুদিন আগে থেকে স্টেডিয়াম এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।